‘ভবিষ্যতের জন্য জলাভূমি, টেকসই জীবিকায়ন’- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা বিশ্বের ন্যায় টেকনাফেও বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় টেকনাফ সমুদ্র সৈকতে সভা, প্রতিযোগিতা ও সৈকতে আবর্জনা পরিষ্কারের কর্মসূচির আয়োজন করা হয়।
ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় টেকনাফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শফিক মিয়ার সভাপতিত্বে ও ক্রেলের টেকনাফ এনআরএম ফেসিলেটরস নজরুল ইসলাম চৌধুরীর পরিচালায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোর্শেদ, ক্রেল জেলা যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন, সিসিপিএমও মো. আলম খান, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন ক্রেল টেকনাফের সাইট অফিসার মুজাহিদ ইবনে হাবীব। সভায় বক্তারা বলেন, “শত শত প্রাণী ও উদ্ভিদ জলাভূমিনির্ভর। এ জলাভূমি বাঁচলে লক্ষ লক্ষ প্রাণ বাঁচবে। জলাভূমি মানুষের খাদ্য যোগান, বৃষ্টির পানি ধারণ করে আগাম বন্যারোধ, নৌচলাচল ব্যবস্থাকে সচল, খরার সময়কালে বন্যপ্রাণির আশ্রয়স্থল, চিত্ত বিনোদন, পাখির প্রজনন ও আশ্রয়স্থলের সুযোগ করে দেয়। এ জন্য অকারণে জলাভূমি ভরাট থেকে বিরত থাকতে হবে।”