টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলা দালাল সহ ২মানবপাচারকারীকে আটক করেছে। এদেরকে মানবপাচার মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
পুলিশ সুত্র জানায়, ৬ফেব্রুয়ারী শনিবার ভোর রাত ২টার দিকে এএসআই মাসুমের নেতৃত্বে পুলিশ উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া এলাকার জাহাজপুরা গ্রামে অভিযান চালিয়ে ছৈয়দ আমিনের ছেলে মানবপাচারকারী মো: উল্লাহ(৩৫)কে আটক করেছে।
অপরদিকে একইদিন ভোর ৫টার দিকে থানা পুলিশের এএসআই গোবিন্দ কুমারের নেতৃত্বে পুলিশ হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী মোহাম্মদ মিয়ার স্ত্রী রেহেনা আক্তারকে আটক করেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত দালালদের সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।