চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দীপক চক্রবর্তী বলেছেন, মাবনপাচার প্রতিরোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। মানবপাচারকারী দালালেরা দেশ ও জাতীর শত্রু। এদেরকে চিহ্নিত করে আইনপ্রয়োগকারী সংস্থার নিকট সোর্পদ করুন।
তিনি ১৪ জানুয়ারী টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলানায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবন্দ ও মিডিয়া কর্মিদের দিন ব্যাপী মানবপাচার সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও করনীয় নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যের উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের সিনিয়র সহকারী সচিব আনোয়ার পাশা, উপ-পরিচালক আলা উদ্দীর, ইউএনডিপির পরিচালক শাহেদা খানম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ জাফর আহম্মদ, ইউএনডিপির প্রোগ্রাম বিষশ্লেক মোঃ সাইদুর রহমান মোল্লা।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দীন, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহিদ ইকবাল, উপজেলা পরিষদের সকল অফিসার বৃন্দ, রাজনৈতিক নের্তৃবন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে নুরুল আলম, অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী, নুরুল আমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্নীলা আবুল হোছন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মোঃ ছৈয়দ হোছাইন সহ বিভিন্ন স্তরের নের্তৃবন্দ। কর্মশালায় মানবপাচার প্রতিরোধ বিষয়ে বিভিন্ন মতামত চিহ্নিত করা হয়।