টেকনাফে মানবপাচার মামলার পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানা পুলিশের ওসি মো. আতাউর রহমান খোন্দকার।
গ্রেপ্তাররা হলেন শাহপরীর দ্বীপ এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে এনাম উল্লাহ (৪০) ও একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আব্দুস শুক্কুর (৩৫)।
ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, মানবপাচার মামলার পলাতক আসামী গ্রেপ্তাররা এলাকায় ফিরেছেন এমন খবরে অভিযান চালানো হয়। তারা সমুদ্রপথে দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছিল। মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় এনামের বিরুদ্ধে ২টি এবং শুক্কুরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি আতাউর।