টেকনাফে তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ সাবরাং ইউনিয়নে হারিয়া খালী এলাকার মৃত হাকিম আলী প্রকাশ ফুরিক্কার ছেলে মোজাহের মিয়া (৩০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে সাবরাং ইউনিয়নের হারিয়া খালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোজাহের মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের সাথে জড়িত রয়েছে। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মানবপাচারকারীকে সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।