অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফনদীর মোহনায় বদর মোকাম এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ মিয়ানমারের ৩২ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এদের সহযোগিতাকারি এক দালালকেও আটক করা হয়েছে।
বিজিবির টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, শাহপরীর দ্বীপ বিজিবির কোম্পানি কমান্ডার গোলাম রাব্বানির নেতত্বে নাফনদীর মোহনার বদর মোকাম এলাকা থেকে বুধবার সন্ধ্যায় একটি ইঞ্জিন চালিত নৌকায় ৩২ জন মিয়ানমার নাগরিক সহ এক দালালকে আটক করা হয়।
আটক দালাল হলেন, শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার করিম উল্লাহ ছেলে মো. ইসমাইল (২৫)।
তিনি জানান, আটক মিয়ানমারের নাগরিকদের মধ্যে ১২ শিশু, ৬ নারী ৮ জন পুরুষ, ৬ জন মাঝিমাল্লা রয়েছে। তাদের বাড়ি মিয়ানমারের আকিয়ারের জালিয়াপাড়ায়। আটক ৬ মাঝিমাল্লা ও দালাল মো. ইসমাঈলকে (২৫) টেকনাফ থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে। আটক হওয়া ২৬ জন মিয়ানমার নাগরিককে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো (পুশব্যাক) করা হবে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে আটক দালাল সহ ৭ জনের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন ও তাদের সহযোগিতার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হবে।