টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার শীর্ষ মানব পাচারকারী আব্দুল হামিদের আটকের পর রহস্যজনক ছেড়ে দেওয়া হয়েছে। এ খবরে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৬টার দিকে কচুবনিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা। আব্দুল হামিদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই আব্দুল কাইয়ুম বলে জানা গেলেও তিনি হামিদকে আটকের খবর অস্বীকার করেছেন। স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে হামিদকে তার ঘর থেকে রাতের খাবার খাওয়ার সময় এএসআই কাইয়ুম আটক করেন। পরে পাঁচ লাখ টাকায় আপোষ হয়। তবে পুলিশ কর্মকর্তা কাইয়ুম বিষয়টি অস্বীকার করে জানান, বিকেলে সাবরাং গুচ্ছগ্রাম এলাকায় একটি সালিসে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি সন্ধ্যায় টেকনাফ থানায় ফিরে আসেন। থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, হামিদকে আটকের খবর তিনিও শুনেছেন তবে থানা পুলিশ তাকে আটক করেনি বলে দাবি করেন তিনি।