টেকনাফে শেষ মুহুর্তে চলছে ফিনিশিং টাচ্ কুরআন শপথ ও টাকার খেলা
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
সোমবার, ২১ মার্চ, ২০১৬
২২৫
বার পড়া হয়েছে
২২ মার্চ মঙ্গলবার টেকনাফ উপজেলার টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে নির্বাচন। ইতিমধ্যেই যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এই ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ১২টি মহিলা আসনে ৪৩ জন এবং সাধারণ ৩৬টি ওয়ার্ডে ২১২ জন সর্বমোট ২৮৪ জন সরাসরি ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। তম্মধ্যে ৩নং টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ ওয়ার্ডে ৬৩ জন, মোট ৮০ জন, ভোটার সংখ্যা হালনাগাদসহ মোট ২৫ হাজার ৯৭১ জন, পুরুষ ভোটার ১৩ হাজার ১৯০ জন, মহিলা ভোটার ১২ হাজার ৭৮১ জন। সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ ওয়ার্ডে ৭৪ জন, মোট ৯৪ জন, ভোটার সংখ্যা হালনাগাদসহ মোট ২৯ হাজার ৬৪১ জন, পুরুষ ভোটার ১৪ হাজার ২৪৬ জন, মহিলা ভোটার ১৫ হাজার ৩৯৫ জন। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ ওয়ার্ডে ৪৮ জন, মোট ৬৯ জন, ভোটার সংখ্যা হালনাগাদসহ মোট ১৮ হাজার ৭১ জন, পুরুষ ভোটার ৯ হাজার ২৬ জন, মহিলা ভোটার ৯ হাজার ৪৫ জন। সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ ওয়ার্ডে ২৭ জন, মোট ৪১ জন, ভোটার সংখ্যা হালনাগাদসহ মোট ৩ হাজার ৯৪ জন, পুরুষ ভোটার ১ হাজার ৫৩৮ জন, মহিলা ভোটার ১ হাজার ৫৫৬ জন। প্রকাশ্য প্রচারণা শেষ। এখন চলছে ফিনিশিং টাচ, কুরআন শপথ আর টাকার খেলা।
২১ মার্চ উক্ত ৪ ইউনিয়নের ৩৬টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারসহ যাবতীয় সরঞ্জাম এবং প্রিসাইডিং অফিসারগণ পৌঁছে যাবেন। স্থানীয় এ নির্বাচনকে ঘিরে ভোট উৎসবের পরিবর্তে সর্বত্র টান টান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারগণ অতীত অভিজ্ঞতায় সম্ভাব্য সহিংস ঘটনায় চরমভাবে আতংকিত। সচেতন মহল ও সাধারণ ভোটারদের মতে ৩৬টি কেন্দ্রই কম-বেশী ঝুঁকিপুর্ণ। বিশেষ করে সরকারী দলের প্রতীকের দাপটে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনেকে সন্দিহান প্রকাশ করেছেন। তাছাড়া ইয়াবা ব্যবসায়ী, মানব পাচারকারী ও চোরাচালানী প্রার্থীদের পেশীশক্তি এবং কালো টাকার কাছে সৎ, যোগ্য, শিক্ষিত প্রার্থীগণ অসহায় ও কোনঠাসা হয়ে পড়েছেন বলে জানা গেছে।