সামুদ্রিক শৈবালে চাষের উপর দিন ব্যাপী প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের হোটেল নেটংয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিএআরআই) মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন-কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. কামাল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. কামরুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) নিবার্হী চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আযাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আ সা ম মাহবুবুর রহমান খান, ডক্টর মো. আজিজ জিলানী চৌধুরী, কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম শাহরিয়ার প্রমূখ। এসময় সামুদ্রিক শৈবালে চাষের অভিজ্ঞতা উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কক্সবাজারের কর্মকর্তা মোস্তাক আহমেদ। এ কর্মশালার আয়োজন করেন-সরেজমিন গবেষনা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কক্সবাজার। কর্মশালায় সামুদ্রিক শৈবাল চাষের সুযোগ, সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে সেন্ট মার্টিন থেকে আট প্রকারের সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে টেকনাফের নার্সারিতে স্থাপন এবং তার বেড়ে উঠার বিষয়ের দুইটি উপস্থাপনার উপর আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী , গিয়াস উদ্দিন, আবদুর রহমান ও জসিম মাহামুদ। প্রধান অতিথির কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. নাসিরুজ্জামান বলেন, যে সামুদ্রিক শৈবালের উৎপাদন এবং বিপনন বিষয়ে কৃষি মন্ত্রনালয় নেতৃত্ব এবং সহযোগিতা করে যাবে। সামুদ্রিক শৈবালের প্রচারনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।