টেকনাফে সাড়ে ৪২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বেলা ১২টায় টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
টেকনাফ ২ বিজিবির উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহিল মামুন জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে গত ১ ফেব্রয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত মালিকবিহীন প্রায় সাড়ে ৪২ কোটি টাকার ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য এক অনুষ্ঠানের মাধ্যমে বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার তানভীর আলম খান, টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা, টেকনাফ শুল্ক গুদামের পরিদর্শক হারুন অর রশিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের সামনে আগুনে পুড়ে এসব ধ্বংস করা হয়।