টেকনাফে হলুদের ভেতরে করে ইয়াবা পাচার করতে ১২লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ইয়াবা সহ ১ বৃদ্ধকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কের উপর হোয়াইক্যং অভিমুখী সিএনজি গাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা সহ উক্ত বৃদ্ধকে আটক করতে সক্ষম হয়। ধৃত বৃদ্ধ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের মৃত বেছা আলীর ছেলে আব্দুল খালেক(৬৫)।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: গোলাম মোস্তফা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, হলুদ ভর্তি পলিথিনের ভেতরে ইয়াবা পাচারের খবরের ভিত্তিতে ফাঁড়ির সামনের সড়ক থেকে ইয়াবা সহ বৃদ্ধকে হাতে নাতে আটক করা হয়।