টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ (২০) নামে এক যুবককে আটক করেছে। সে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত হোছন আহমদের ছেলে। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাবরাং ইউনিয়নের দরগাছড়া রাস্তা মাথায় এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, ১৮ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধা ৬টারদিকে তদন্ত (ওসি) কবির হোসেন ও এসআই গোফরানের নেতৃত্বে পুলিশ সাবরাং ইউনিয়নের দরগাছড়া রাস্তা মাথার এলাকার অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারী মোহাম্মদ আবদুল্লাহ (২০)কে আটক করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক যুবককে সংশ্লি¬ষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।