টেকনাফে ১৭ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
১৩এপ্রিল ভোর রাত দেড়টার দিকে খুরের মুখ চেকপোস্ট এলাকাস্থ সমুদ্র তীরবর্তী বাহারছড়া ঘাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।