টেকনাফ সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। ১৮ জানুয়ারি গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবােদ বিজিবি ২ ব্যাটলিয়ন অধিনায়ক লে; কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা সেখানে অবস্হান নেয়। এ সময় পাচারকারী দল বিজিবি’ র অবস্হান বুঝতে পেরে প্যাকেটে মুড়ানো ইয়াবাগুলো ফেলে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বিজিবি সূত্রে জানা যায়। জব্দকৃত ইয়াবাসমূহ বর্তমানে টেকনাফ বিজিবি সদর দফতরে রাখা হয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষেরর উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি ২ ব্যাটলিয়ন অধিনায়ক আবু জার আল জািহদ জানিয়েছেন।