টেকনাফে অভিযান চালিয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।সোমবার সকালে টেকনাফ সদরের ওমরখালের কিনারায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নাফ নদী পার হয়ে দেশে আসার খবরে বিজিবি সদস্যরা ওমরখালের কিনারায় প্যারাবনের ঝোপের মধ্যে উৎপেতে অবস্থান নেন।
“এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকা ওমরখালের কিনারায় পৌঁছে। এসময় বিজিবির সদস্যরা তাদের থামতে সংকেত দিলে নৌকা ফেলে পানিতে ঝাঁপ দেয়। পরে নাফ নদীর শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের দিক পালিয়ে যায়।”
লে. কর্নেল আবুজার জানান, নৌকা থেকে পরে বিজিবির সদস্যরা পলিথিন মোড়ানো বড় একটি প্যাকেট থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।
এসব ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।