টেকনাফে বিজিবির অভিযানে ফের বিপুল পরিমানের ইয়াবা উদ্ধার করা হয়েছে। ১৩ মে ভোর সকাল ৪ টার দিকে ২ বিজিবির জওয়ানরা টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার পূর্ব মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কোটি ৬০ লক্ষ টাকা মুল্যমানের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেছেন। বিজিবির তৎপরতার ঠের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। উল্লেখ্য, গতকাল ১২ মে পুলিশ- বিজিবির পৃথক অভিযানে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।