টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেটের বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। ৫ই ফেব্রুয়ারি রাত সাড়ে তিন টার দিকে ২ ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জাহিদের নেতৃেত্ব টেকনাফ বিওপির জওয়ানরা গোপন সংবাদে ২ নং সুইচ গেইট সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট জব্দ করা হয়। জব্দ ইয়াবা গগনা করে ১ লাখ ২০ হাজার পাওয়া যায়। জব্দ ইয়াবা ট্যাবলেটেরর মূল্য ৩ কোিট ৬০ লাখ টাকা বলে জানায়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানা যায়। জব্দ ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটলিয়ান সদরে জমা বাখা হবে এবং পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বিজিবি ২ ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জািহদ জানিয়েছেন।