টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবা সহ ১ জনকে আটক করেছে পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা।
এর মধ্যে বৃহস্পতিবার ভোরে টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে ১০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের এক নাগরিকবে আটক করে পুলিশ।
আটক নুর মোহাম্মদ (৪০), মিয়ানমারের মংডু শহরের মৃত কালা মিয়ার পুত্র।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচারকালে ১০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের এ নাগরিককে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটককে আদালতে প্রেরণ করা হবে।
অপরদিকে, টেকনাফের শাহপরীরদ্বীপ নাফনদীর মোহনা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব না হলেও একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।
কোষ্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে মিয়ানমার থেকে আসা একটি ট্রলার তল্লাশী করতে গেলে পাচারকারি লাফ দিয়ে পালিয়ে যায়। ওই সময় ট্রলারটি থেকে উদ্ধার করা হয় ১০ হাজার ইয়াবা। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।