1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
কাল টেকনাফ ৪ ইউপি নির্বাচন - Daily Cox's Bazar News
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

কাল টেকনাফ ৪ ইউপি নির্বাচন

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০১৬
  • ২৮৪ বার পড়া হয়েছে
up-16টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টির নির্বাচন আগামীকাল অনুষ্টিত হবে। ইতিমধ্যে প্রচার প্রচারণা শেষ হয়েছে। ৪ইউপিতে প্রতীক বরাদ্দ পেয়েছেন ২৯১জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৯জন, সংরক্ষিত মহিলা আসনে ৫০জন, সাধারণ সদস্য পদে ২১২জন।  ভোটার সংখ্য ৭৬৭৭৭জন। এতে ৩৮০০০ ও মহিলা ৩৮৭৭৭জন। ৪ইউনিয়নের বিভিন্ন ভোটারদের সাথে কথা সম্ভাব্য বিজয়ী অনেক প্রার্থীর নাম উঠে এসেছে। যা দৈনিক কক্সবাজার পত্রিকার পাঠকের সুবিধার্থে উঠে আসা ফলাফলের মন্তব্যটি ছাপানো হল।
৩নং টেকনাফ সদর ইউপি ভোটার সংখ্যা ২৫৯৭১জনের মধ্যে পুরুষ ১৩১৯০ ও মহিলা ১২৭৮১জন। ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নির্বাচন করছেন ৪জন। এর মধ্যে নুরুল আলম(নৌকা), শাহজাহান মিয়া (আনারস) ও জিয়াউর রহমান (ধানের শীষ)’র মধ্যে ত্রিমুখী লড়াই হবে। ১নং ওয়ার্ড লম্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫২৬জন। ৯জন প্রার্থীর মধ্যে মাঠে রয়েছেন ৩জন। ওমর হাকিম (ঘুড়ি), এবিএম আবুল হোসেন রাজু (তালা), রশিদ মিয়া (ফুটবল) প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। ২নং ওয়ার্ড লেঙ্গুরবিল এমদাদিয়া মাদরাসা কেন্দ্রে ভোটার সংখ্য ৩৩৬৩জন। ৯জন প্রার্থীর মধ্যে মাঠে রয়েছেন ৫জন। এর মধ্যে জালাল আহমদ (ফুটবল), আবদুল্লাহ (লাটিম), মোঃ সিরাজ (তালা)’র মধ্যে ত্রিমুখী লড়াই হবে। ৩নং ওয়ার্ড লেঙ্গুরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৭২জন। ৫জন প্রার্থীর মধ্যে ভোটে রয়েছেন ৩জন। এতে মোঃ আলম (লাটিম), শাহ আলম (তালা)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৪নং ওয়ার্ড পল্লানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩১০৩জন। ৮জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৪জন। এর মধ্যে সিরাজুল ইসলাম (ফুটবল) প্রতীক নিয়ে এগিয়ে আছেন। ৫নং ওয়ার্ড মহেশখালীয়াপাড়া মাদরাসা কেন্দ্রে ২৯৯৩জন। ৭জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৫জন। এর মধ্যে ডাঃ নুর মোহাম্মদ গণি (বৈদ্যুতিকপাখা) নিয়ে এগিয়ে রয়েছেন। ৬নং ওয়ার্ড মুহাম্মদীয়া রিয়াজুল জান্নাহ দাখিল মাদরাসা গোদারবিল কেন্দ্রে ভোটার সংখ্যা ৪২৮৬জন। ১২জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৭জন। এর মধ্যে আবু ছৈয়দ (ঘুড়ি) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৭নং ওয়ার্ড কচুবনিয়া নুরানী মাদরাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৮২জন। ৩জন প্রার্থীর মধ্যে আবদুর রহিম (মোরগ) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৮নং ওয়ার্ড বড় হাবিবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩২৪৬জন। ৪জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৩জন। এর মধ্যে কক্সবাজার কারাগারে বন্দি থেকে এনামুল হক (ফুটবল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৯নং ওয়ার্ড পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ বরইতলী কেন্দ্রে ভোটার সংখ্যা ৫০০জন। ৬জন প্রার্থীর মধ্যে নজির আহমদ (টিউবওয়েল), কবির আহমদ (মোরগ)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংরক্ষিত আসন-১ ভোটার সংখ্যা ৯৭৬১জন। ২জন প্রার্থীর মধ্যে রানু আক্তার(মাইক) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। সংরক্ষিত আসন-২ ভোটার সংখ্যা ১০৩৮২জন। ৫জন প্রার্থীর মধ্যে লাইলা বেগম মাইক প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। সংরক্ষিত আসন-৩ ভোটার সংখ্যা ৫৮২৮জন। ২জন প্রার্থীর মধ্যে খালেদা বেগম (মাইক) নিয়ে এগিয়ে রয়েছেন।
৪নং সাবরাং ইউপি ভোটার সংখ্যা ২৯৬৪১জনের মধ্যে ১৪২৪৬জন পুরুষ ও ১৫৩৯৫জন মহিলা। এর মধ্যে সাবরাং ও নয়াপাড়ায় ১৮০৫১ভোট এবং শাহপরীরদ্বীপ ১১৫৯০ভোট। ৮জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নির্বাচনী মাঠে রয়েছেন ৮জন। এর মধ্যে নুর হোসেন (টেলিফোন) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী নৌকা প্রতীকের সোনা আলী। ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের মধ্যে ১১জন প্রার্থীর মধ্যে মাঠে রয়েছেন ২জন। মো: ইউনুছ(ভ্যানগাড়ী) প্রতীক এগিয়ে রয়েছেন। ২নং ওয়ার্ড আলীর ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬৭৯জন। ৬জন প্রার্থীর মধ্যে মাঠে রয়েছেন ৪জন। এর মধ্যে আক্তার কামাল (আপেল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৩নং ওয়ার্ড কচুবনিয়া কাটাবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৫০জন। ৮জন প্রার্থীর মধ্যে ভোটে রয়েছেন ৩জন। এর মধ্যে জাফর আলম (টিউবওয়েল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৪নং ওয়ার্ড সাবরাং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৩৯১জন। ১১জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৫জন। এর মধ্যে শামসুল আলম (লাটিম) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৫নং ওয়ার্ড ডিগলিয়ারবিল কমিউনিটি সেন্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৭৬জন। ৫জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৪জন। এর মধ্যে মোঃ শরীফ বলি (মোরগ) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৬নং ওয়ার্ড হাজ্বী নবী হোছাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৬৫জন। ৮জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ২জন। এর মধ্যে মোহাম্মদুর রহমান (মোরগ) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ মাঝেরপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৪০৯৭ভোট। ১০জন প্রার্থীর মধ্যে নির্বাচনের মাঠে রয়েছেন ৪জন। এর মধ্যে নুরুল আমিন (ফুটবল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৮নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৯০৩জন। ৮জন প্রার্থীর মধ্যে নির্বাচনে রয়েছেন ২জন। এর মধ্যে রেজাউল করিম (ফুটবল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ হাজ্বী বশির আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৫৯০জন। ৮জন প্রার্থীর মধ্যে ভোটের মাঠে রয়েছেন ৩জন। এতে ফজলুল হক (মোরগ) প্রতীক নিযে এগিয়ে রযেছেন। সংরক্ষিত আসন-১ ভোটার সংখ্যা ৯২১৯জন। ৪জন প্রার্থীর মধ্যে নির্বাচনে রয়েছেন ৩জন। এর মধ্যে আয়েশা বেগম (সুর্যমুখীফুল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। সংরক্ষিত আসন-২ ভোটার সংখ্যা ৮৮৩২জন। ৩জন প্রার্থীর মধ্যে খদিজা বেগম (মাইক) প্রতীক নিয়ে এগিয়ে। সংরক্ষিত আসন-৩ ভোটার সংখ্যা ১১৫৯০জন। ৫জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৩জন। এর মধ্যে সনজিদা বেগম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন।
৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোটার সংখ্যা ১৮হাজার ৭১জনের মধ্যে পুরুষ ৯হাজার ২৬ ও মহিলা ৯হাজার ৪৫জন। ৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭জন নির্বাচনে মাঠে রয়েছেন। এর মধ্যে মাওলানা আজিজ উদ্দিন(নৌকা), রফিকুল্লাহ (চশমা) ও হাবিবুল্লাহ (আনারস)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ১নং ওয়ার্ড কেন্দ্র শামলাপুর উচ্চ বিদ্যালয় ভোটার সংখ্যা ২৭৬৮। এই ওয়ার্ডে ৩জন প্রার্থী নির্বাচন করলেও হাড্ডাহড্ডি লড়াই হবে আবদুল হক (মোরগ) ও মোঃ ইউনুস (ফুটবল)’র মধ্যে। ২নং ওয়ার্ড জাব্বারিয়া শাহীন শরীফ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৪৭জন। এই ওয়ার্ডে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও লড়াই হবে আজিজুল ইসলাম (মোরগ) এবং শফিউল কাদের (ফুটবল)’র মধ্যে। ৩নং ওয়ার্ড উত্তর শীলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২৫৬৭জন। এই ওয়ার্ডে ৮জন প্রার্থী মাঠে থাকলেও মুলত লড়াই হবে শামসুল আলম (বৈদ্যুতিক পাখা) এবং সোনালী (টিউবওয়েল)’র মধ্যে। ৪নং ওয়ার্ড দক্ষিণ শীলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪৯৬জন। ওয়ার্ডটিতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। এতে ফরিদ হোছন(তালা) এবং আনোয়ারুল ইসলাম (মোরগ)’র মধ্যে। ৫নং ওয়ার্ড বাহারছড়া ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে ভোটার সংখ্যা ১৫০৯জন। এই ওয়ার্ডে ৭জন প্রার্থী প্রতিন্ধন্ধিতা করছে। এতে হুমায়ুন কাদের (তালা), মুজিবুর রহমান (টিউবওয়েল)’র সাথে। ৬নং ওয়ার্ড জাহাজপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১৫০৯জন। ওয়ার্ডটিতে ৪জন প্রার্থী প্রতিন্ধন্ধিতা করলেও মুলত লড়াই হবে আবুল কাশেম (মোরগ), জিয়াউর রহমান (ফুটবল)’র মাঝে। ৭নং ওয়ার্ড বড় ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২৩১৩জন। ওয়ার্ডটিতে ৪জন প্রার্থী লড়লেও আসল লড়াই হবে মোঃ আয়াছ (টিউবওয়েল), ফরিদ উল্লাহ (তালা)’র মধ্যে। ৮নং ওয়ার্ড দক্ষিণ বড় ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২১২৭জন। ওয়ার্ডটিতে ৫জন প্রার্থী ভোটে লড়ছে। এতে নুরুল ইসলাম (তালা), ছৈয়দ হোছাইন (লাটিম)’র মধ্যে। ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১৯৩৫জন। এখানে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মুলত হাড্ডাহাড্ডি লড়াই হবে মীর কাশেম (মোরগ), মোঃ ইলিয়াছ (তালা)’র মধ্যে। সংরক্ষিত আসন-১এ ভোটার সংখ্যা ৭১৮২জন। ৪প্রার্থীর মধ্যে মুলত লড়াই হবে জুহুরা নেজাম (হেলিকপ্টার) ও আনোয়ারা বেগম (মাইক)’র সাথে। সংরক্ষিত আসন-২ এ ভোটার সংখ্যা ৪৫১৪জন। এখানে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মুলত লড়াই হবে নুর জাহান বেগম (হেলিকপ্টার), ফেরদাউস বেগম (কলম)’র মধ্যে। সংরক্ষিত আসন-৩ এ ভোটার সংখ্যা ৬৩৭৫জন। উক্ত আসনে ৩জন প্রার্থী ভোট যুদ্ধে আছে। এতে মুলত খুরশিদা বেগম (মাইক) এবং শামসুন্নাহার (হেলিকপ্টার)’র মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে।
৬নং সেন্টমার্টিনদ্বীপ ইউপি ভোটার সংখ্যা ৩০৯৪জন। পুরুষ ১৫৩৮ ও ১৫৫৬জন। ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লড়ছেন ৪জন। এর মধ্যে মৌঃ আবদুর রহমান (ধানেরশীষ) নুর আহমদ(মোটর সাইকেল)’র মধ্যে হাড্ডাহাডিড লড়াই হবে। ১নং ওয়ার্ড জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৩৩০জন। ৪জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৩জন। এর মধ্যে আবদুর রহমান (মোরগ) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ২নং ওয়ার্ড জেলা পরিষদ ডাক বাংলাতে ভোটার সংখ্যা ২৬৮জন। ৫জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ৪জন। এর মধ্যে আব্দুল আমিন(মোরগ) ও হাবিব উল্লাহ(টিউবওয়েল)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৩নং ওয়ার্ড সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটার সংখ্যা ২২১জন। ২জন প্রার্থীর মধ্যে ফরিদ আহমদ (মোরগ) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ৪নং ওয়ার্ড সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৪০জন। ২জন প্রার্থীর মধ্যে নাজির হোছন (ফুটবল) প্রতীক নিয়ে রয়েছেন। ৫নং ওয়ার্ড সেন্টমার্টিন ওয়াফদা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬০জন। ৪জন প্রার্থীর মধ্যে শামসুল ইসলাম (মোরগ), রফিক আলম (টিউবওয়েল), আবু বকর সিদ্দিক (তালা)’র হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৬নং ওয়ার্ড সেন্টমার্টিন বিডিআর কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৪৪জন। ২জন প্রার্থীর মধ্যে হাজ্বী আবদুচ্ছালাম(মোরগ) প্রতীক নিয়ে রয়েছেন। ৭নং ওয়ার্ড হাবিরজুরা মাদরাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৩জন। ২জন প্রার্থীর মধ্যে রশিদ আহমদ (মোরগ) মার্কা নিয়ে এগিয়ে। ৮নং ওয়ার্ড কোণারপাড়া মক্তব কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৩৭জন। ৩জন প্রার্থীর মধ্যে নির্বাচনে লড়ছেন ২জন। এর মধ্যে কক্সবাজার কারাগার নির্বাচনে লড়ে মোরগ প্রতীক নিযে এগিয়ে রয়েছেন ফয়েজুল ইসলাম। ৯নং ওয়ার্ড দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন মক্তব কেন্দ্রে ভোটার সংখ্যা ৪২১জন। ৩জন প্রার্থীর মধ্যে ফুটবল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। সংরক্ষিত মহিলা আসন-১ এ ভোটার সংখ্যা ৮১৯জন। ৩জন প্রার্থীর মধ্যে মাইক প্রতীক নিয়ে এলম বাহার এগিয়ে রয়েছেন।  সংরক্ষিত আসন-২ ভোটার সংখ্যা ১১৪৪জন। ৩জন প্রার্থীর মধ্যে জুহুরা বেগম (সুর্যমুখীফুল), জুহুরা খাতুন (তালগাছ)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংরক্ষিত আসন ৩ এ ভোটার সংখ্যা ১১৩১জন। ৩জন প্রার্থীর মধ্যে নির্বাচনে রয়েছেন ২জন। এখানে রোজিনা আক্তার (সুর্যমুখীফুল) নিয়ে এগিয়ে রযেছেন। তবে প্রকৃত ফলাফলের জন্য ২২মার্চ নির্বাচন শেষে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications