টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজিবির টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নে আনুষ্ঠানিকতার মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল এমএম আনিসুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ ইকবাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টেকনাফের পরিদর্শক তপন কান্তি শর্মা, টেকনাফ শুল্ক গুদামের পরিদর্শক সৈয়দ গোলাম রব্বানী, টেকনাফ থানার এসআই মোঃ আরিফুর রহমান প্রমুখ।
বিজিবির টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, বিজিবি সদস্য ২০১৫ সালের ২৬ আগস্ট থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযানে মালিকবিহীন বিভিন্ন প্রকার মাদক দ্রব্য উদ্ধার করে। এর মধ্যে ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে ১৬ লাখ ১০ হাজারেরবেশি ইয়াবা। অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে মিয়ানমারের বিভিন্ন প্রকার মদ,ফেন্সিডিল ও গাঁজা রয়েছে।