টেকনাফ ৬ ইউনিয়নে ৫০৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চেয়ারম্যান পদে ১ নারীসহ ৪২, সংরক্ষিত আসনে ৭৭, সাধারণ ওয়ার্ডে ৩৮৭
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
৩০০
বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ উদ্দীপনায়, গাড়ি বহর নিয়ে শো-ডাউন করে ২২ ফেব্রæয়ারী শেষ দিনে প্রার্থীগণ কর্মী-সমর্থকসহ স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে হোয়াইক্যং ইউনিয়নের ১জন চেয়ারম্যান পদপ্রার্থী দুরবর্তী স্থান থেকে আসার সময় পথিমধ্যে গাড়ি বিকল হওয়ায় মাত্র কয়েক মিনিট বিলম্বে পৌঁছায় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। সারাদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছিল লোকারণ্য।
রাতে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে টেকনাফ উপজেলার ৬ ইউনিয়নে মোট ৫০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তম্মধ্যে চেয়ারম্যান পদে এক নারীসহ ৪২ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বমোট মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৬১০টি।
মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থদের মধ্যে রয়েছেন ১নং হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন হলেন জুনাইদ আলী চৌধুরী, আলমগীর চৌধুরী, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী, শাহজাহান, ফরিদুল আলম জুয়েল। সংরক্ষিত ১নং মহিলা আসনে ৩ জন। সংরক্ষিত ২নং মহিলা আসনে ৯ জন। সংরক্ষিত ৩নং মহিলা আসনে ৭ জন। মোট ১৯ জন। সাধারণ ১নং ওয়ার্ডে ৯ জন। সাধারণ ২নং ওয়ার্ডে ৭ জন। সাধারণ ৩নং ওয়ার্ডে ১০ জন। সাধারণ ৪নং ওয়ার্ডে ৩ জন। সাধারণ ৫নং ওয়ার্ডে ১১ জন। সাধারণ ৬নং ওয়ার্ডে ১০ জন। সাধারণ ৭নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৮নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ৯নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ওয়ার্ডে মোট ৭২ জন।
২নং হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন হলেন রাশেদ মাহমুদ আলী, জহির আহমদ, জাফর আলম, মাহবুব মোর্শেদ, ফেরদাউস আহমদ, এইচকে আনোয়ার। বর্তমান চেয়ারম্যান মাস্টার মীর কাসেম প্রার্থী হননি। সংরক্ষিত ১নং মহিলা আসনে ৫ জন। সংরক্ষিত ২নং মহিলা আসনে ৪ জন। সংরক্ষিত ৩নং মহিলা আসনে ৫ জন। মোট ১৪ জন। সাধারণ ১নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ২নং ওয়ার্ডে ৭ জন। সাধারণ ৩নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৪নং ওয়ার্ডে ৭ জন। সাধারণ ৫নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৬নং ওয়ার্ডে ৩ জন। সাধারণ ৭নং ওয়ার্ডে ১৯ জন। সাধারণ ৮নং ওয়ার্ডে ১৩ জন। সাধারণ ৯নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ওয়ার্ডে মোট ৭৯ জন।
৩নং টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন হলেন শাহজাহান মিয়া, জিয়াউর রহমান জিহাদ, আবদুর রহমান, দিদার মিয়া, বর্তমান চেয়ারম্যান নুরুল আলম, মোঃ ইসমাইল, মোক্তার আহমদ। সংরক্ষিত ১নং মহিলা আসনে ২ জন। সংরক্ষিত ২নং মহিলা আসনে ৬ জন। সংরক্ষিত ৩নং মহিলা আসনে ৩ জন। মোট ১১ জন। সাধারণ ১নং ওয়ার্ডে ৯ জন। সাধারণ ২নং ওয়ার্ডে ৯ জন। সাধারণ ৩নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ৪নং ওয়ার্ডে ৯ জন। সাধারণ ৫নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৬নং ওয়ার্ডে ১৩ জন। সাধারণ ৭নং ওয়ার্ডে ৭ জন। সাধারণ ৮নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ৯নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ওয়ার্ডে মোট ৭৩ জন।
৪নং সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন হলেন মোঃ ইসমাইল, সুলতান আহমদ, মোঃ আয়াজ, আবুল ফয়েজ, বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান, সোনা আলী, নুর হোসেন, জাহেদ হোসেন। সংরক্ষিত ১নং মহিলা আসনে ৪ জন। সংরক্ষিত ২নং মহিলা আসনে ৩ জন। সংরক্ষিত ৩নং মহিলা আসনে ৫ জন। মোট ১২ জন। সাধারণ ১নং ওয়ার্ডে ১৩ জন। সাধারণ ২নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ৩নং ওয়ার্ডে ১০ জন। সাধারণ ৪নং ওয়ার্ডে ১২ জন। সাধারণ ৫নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ৬নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৭নং ওয়ার্ডে ১১ জন। সাধারণ ৮নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৯নং ওয়ার্ডে ৯ জন। সাধারণ ওয়ার্ডে মোট ৮৩ জন।
৫নং বাহারছড়া ইউনিয়নে ১ নারীসহ চেয়ারম্যান পদে ১১ জন হলেন রফিকুল্লাহ, বর্তমান চেয়ারম্যান মাওঃ হাবিবুল্লাহ, মাওঃ আজিজ উদ্দিন, সিকান্দর, হাসিনা আক্তার, রফিক আলম, সাইফুল্লাহ, জসিম উদ্দিন, মোশাররফ হোসেন চৌধুরী, হুমায়ুন কাদের চৌধুরী, হাবিব উল্লাহ। সংরক্ষিত ১নং মহিলা আসনে ৪ জন। সংরক্ষিত ২নং মহিলা আসনে ৪ জন। সংরক্ষিত ৩নং মহিলা আসনে ৪ জন। মোট ১২ জন। সাধারণ ১নং ওয়ার্ডে ৩ জন। সাধারণ ২নং ওয়ার্ডে ৫ জন। সাধারণ ৩নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ৪নং ওয়ার্ডে ৫ জন। সাধারণ ৫নং ওয়ার্ডে ৭ জন। সাধারণ ৬নং ওয়ার্ডে ৪ জন। সাধারণ ৭নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ৮নং ওয়ার্ডে ৫ জন। সাধারণ ৯নং ওয়ার্ডে ৮ জন। সাধারণ ওয়ার্ডে মোট ৫১ জন।
৬নং সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন হলেন আলহাজ্ব নুর আহমদ, আবদুর রহমান, মুজিবুর রহমান, মাওঃ আবদুর রহমান, কেফায়ত উল্লাহ। বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন প্রার্থী হননি। সংরক্ষিত ১নং মহিলা আসনে ৩ জন। সংরক্ষিত ২নং মহিলা আসনে ৩ জন। সংরক্ষিত ৩নং মহিলা আসনে ৩ জন। মোট ৯ জন। সাধারণ ১নং ওয়ার্ডে ৪ জন। সাধারণ ২নং ওয়ার্ডে ৫ জন। সাধারণ ৩নং ওয়ার্ডে ৩ জন। সাধারণ ৪নং ওয়ার্ডে ২ জন। সাধারণ ৫নং ওয়ার্ডে ৪ জন। সাধারণ ৬নং ওয়ার্ডে ২ জন। সাধারণ ৭নং ওয়ার্ডে ২ জন। সাধারণ ৮নং ওয়ার্ডে ৩ জন। সাধারণ ৯নং ওয়ার্ডে ৪ জন। সাধারণ ওয়ার্ডে মোট ২৯ জন।