টেকনাফে ৭৯২টি কচ্ছপের বাচ্ছা সাগরে অবমুক্ত করা হয়েছে। ১৮ এপ্রিল সোমবার সকালে টেকনাফের শীলখালী কচ্ছপ হ্যাচারি থেকে বাচ্ছা গুলোকে সাগরে অবমুক্ত করা হয়।
ক্রেল কর্মকর্তা মুজাহিদ ইবনে হাবিব জানান, ক্লাইমেট রেলিজিয়েন্ট ইকোসিস্টেম এন্ড লাইভলিহুদ (ক্রেল) প্রকল্পের আওতায় কচ্ছপের প্রজননে সহায়তার জন্য টেকনাফের শীলখালী, শাহপরীরদ্বীপ বদরমোকাম ও সেন্টমার্টিন মেরিনপার্ক সৈকতে ৩টি কচ্ছপ হ্যাচারী স্থাপন করা হয়েছে। এসব হ্যাচারীতে নিযুক্ত কর্মীরা সৈকত থেকে ডিম গুলো সংগ্রহ করে প্রায় দুইমাস মতো হ্যাচারীতে রক্ষণাবেক্ষণ করেন। পরে ডিম ফুটে বাচ্ছা বেরুলে সেগুলিকে সাগরে ছেড়ে দেওয়া হয়। এভাবে ৩টি হ্যাচারীর মাধ্যমে সৈকত থেকে ৫৭৮৩টি ডিম সংগ্রহ করে এপর্যন্ত ৩৯৯৬টি বাচ্ছা সাগরে অবমুক্ত করা হয়েছে। আরও ১৫৮৭টি ডিম হ্যাচারীগুলিতে রক্ষণাবেক্ষন করা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার বাচ্ছা অবমুক্ত করার সময় বাহারছড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাও. আজিজ উদ্দিন, শীলখালী সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সাইফুল্লাহ, রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, শীলখালী সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি তহুড়া জয়নাব বেবি, স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের, ক্রেল এর সাইট অফিসার মুজাহিদ ইবনে হাবিব, এনআরএম ফ্যাসিলিটেটর সিরাজুম মুনির, সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।