টেকনাফে অভিযান চালিয়ে ৮০ রাউন্ড কার্তুজসহ রোহিঙ্গা আরাকান মুজাহেদিন জামাতে ইসলামী মৌলবাদী সংগঠনের এক সদস্যকে আটক করেছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী জানান, ৩ ফেব্র“য়ারী বিকাল সোয়া ৪টায় বিজিবি’র হাবিরছড়া চেকপোষ্টে ব্যাটালিয়ান বিজিবি’র ল্যা. নায়েক মো: মুযাহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি জওয়ানরা টেকনাফগামী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৬ হাজার টাকা মূল্যমানের ৮০ রাউন্ড শটগানের তাজা গুলি, সিম বিহীন একটি মোবাইল, নগদ ১ হাজার ৫শ’ ৬০ টাকা ও উর্দু ভাষায় লেখা কাগজসহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার খুললম এলাকার মৃত নুরুল ইসলাম প্রকাশ নূহ সালামের পুত্র মোঃ সালমকে (৪০) আটক করে। বিজিবির এই কর্মকর্তা আরো জানান, আটক রোহিঙ্গা জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা আরাকান মুজাহেদিন জামাতে ইসলামী মৌলবাদী সংগঠনের সদস্য বলে দাবী করেন। জিজ্ঞাসাবাদে সে আরো জানান, রোহিঙ্গা আরাকান মুজাহেদিন জামাতে ইসলামী নেতা ঈসমাইলের আদেশে কক্সবাজার পাহারতলীর জনৈক কাদিরের (মোবাইল; ০১৮২৭-৮৫৯৩১৪) কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজগুলো মায়নমারে ঈসমাইলের কাছে পৌঁছে দেয়ার জন্য এনেছিল। পরে আটক রোহিঙ্গাকে থানায় হস্থাস্তর করে অস্ত্র ও অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়ের করে।