
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে আটক ৮মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। সুত্র জানায়-১৯ জানুয়ারী ভোররাতে টেকনাফ মডেল থানার এএসআই রেজাউল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। সকাল ১১টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে আটক হ্নীলা দমদমিয়ার আলী আহমদের পুত্র মোঃ ইলিয়াছ (২৫),টেকনাফ সদরের পুরান পল্লান পাড়ার আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম (২৪), ইসলামাবাদের মৃত আবুল হোছনের পুত্র মনির হাসান (২৬),পুরান পল্লান পাড়ার সিরাজ মিয়া ফকিরের পুত্র মোঃ রফিক (৩৬), উখিয়া কোটবাজারের ফরিদ আহমদের পুত্র মোঃ ফারুক (২৭),পুরান পল্লান পাড়ার সোনা মিয়ার পুত্র ওমর ফারুক (২৮),শব্বির আহমদের পুত্র জাহেদ মঞ্জুর (১৬) ও সিরাজ মিয়ার পুত্র আব্দুল আমিন (২৮) কে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউল আলমের আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক মাদকসেবী প্রত্যেককে ১৫দিনের কারাদন্ড প্রদান করে। কারাদন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি আতাউর রহমান খোন্দকার জানান।