টেকনাফ থানা পুলিশ সাবরাং নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮মামলার পলাতক আসামী তালিকাভুক্ত ইয়াবা-আদামপাচারকারী ও অস্ত্র ব্যবসায়ী শামসুল আলম মার্কিনকে গ্রেপ্তার করেছে। সে ঐএলাকার মৌলভী
আলী হোছনের ছেলে বলে জানাগেছে। পুলিশ সুত্র জানায়, ৩১জানুয়ারী রবিবার ভোর রাতের দিকে থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক সুবীর পালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানবপাচার, অস্ত্র, পুলিশের উপর হামলা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন সংক্রান্ত সহ ৮টি মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, গত সনের মাঝামাঝি সময়ে ইয়াবা ও মানবপাচারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান জোরদার হলে আটকের ভয়ে মার্কিন মালয়েশিয়ায় পালিয়ে যায়। ৩মাস পর সে কৌশলে সৌদি আরবে চলে যায়। কিন্তু গত ডিসেম্বর মাসে আবারও কাড়ি কাড়ি ইনকামের আশায় ইয়াবার লোভে দেশে ফিরে এসে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে একাধিকবার ব্যর্থ অভিযানও চালিয়েছে। শেষ পর্যন্ত পুলিশের জালে সে ধরা পড়ায় এলাকাজুড়ে এক ধরণের স্বস্থি দেখা দিয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মার্কিনের বিরুদ্ধে টেকনাফ থানায় ৮টি মামলা রয়েছে। ঐসব মামলায় তাকে আটক দেখিয়ে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।