বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি টেকনাফ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ১৯ ফেব্রুয়ারী ২০১৬ইং স্থানীয় লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে টেকনাফ উপজেলা বিএনপিকে আরো গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মোহাম্মদ জাফর আলমকে সভাপতি, মোহাম্মদ আবদুল্লাকে সাধারণ সম্পাদক, রাশেদুল করিম মার্কিনকে সাংগঠনিক সম্পাদক ও এড. মুঃ হাসান ছিদ্দিকীকে যুগ্ম সম্পাদক (১) করে ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদান দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।