টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ায় ৫টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ৮লক্ষ টাকা বলে জানায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিন সূত্রে জানা যায়, রাত ৩টা ৪০মিনিটের সময় নাইট্যংপাড়া বাসটার্মিনালের সামনে একই সারিতে ১টি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কাচাঁ দোকান বিধায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ৪০মিনিটের সময় আগুন দেখে স্থানীয় লোকজন ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারির সব দোকান, রিদুয়ান ষ্টোর, সালামত উল্লাহ ষ্টোর, মুজিব ষ্টোর, ইসলাম ষ্টোর ও বশির উল্লাহ দোকান পুড়ে যায়।