টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়া গ্রামে শত শত গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। নতুনভাবে পল্লী বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি গ্রামের গ্রাহকরা। ফলে পুরান পল্লান পাড়া গাঁয়ের অন্ধকারে আলোর ঝিলিক ও খুশির জোয়ার বইছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পেয়ে তারা বলেন, আজ আমাদের অন্ধকার গ্রামে আলোর ঝিলিক ও খুশির জোয়ার বইছে। বিদ্যূৎ সংযোগ পাওয়ায় এলাকার ছেলে মেয়েরা বিদ্যুতের আলোয় লেখা পড়া করবে। এর চেয়ে খুশি আর কি হতে পারে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ডিজিএম বলাই মিত্র,এজিএম ও এন্ড এম হামিদুল হাসান ,ইন্সপেক্টর মোঃ আল-আমিন ও লাইন টেকনিশিয়ান মোঃ মাহবুবুল করিম রুবেলের সার্বিক সহযোগিতায় ও সরকারী অর্থায়নে ১৫ কেবিএ নতুন ট্রান্সফরমারের মাধ্যমে ২৬টি পরিবারকে বিনা খরচে এ সংযোগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী গ্রাহকরাও সহজে বিদুৎ সংযোগ পাবে। নতুন সংযোগ চালুকালে পুরান পল্লান পাড়ার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাফেজ এনামুল হাসান মাতব্বর বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য সকলের পরিবারে এনার্জি বাল্ব জ্বালানোর পাশাপাশি দিনের আলোতে বাল্ব বন্ধ রাখতে হবে এবং সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধেরও আহবান জানান তিনি। ডিজিএম বলাই মিত্র বলেন, বিদ্যুতের ভোগান্তি থেকে বাঁচতে হলে সকলকে অবৈধ সংযোগ প্রদান থেকে দুরে থাকতে হবে।আর যারা অবৈধ সংযোগ ব্যবহার করে তাদের সনাক্ত করে তাদের কাছে অভিযোগ করার জন্য তিনি জানান।