টেকনাফ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ২য় বারের মতো হাজী ইসলাম মেয়র, মুজিব ও আব্দুল্লাহ মনির কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। ৯ মে সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্ধি দুই প্রার্থী মোঃ ইসমাঈল ও মোঃ জাহাঙ্গীর আলম মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় মেয়র ইসলাম ভোটের আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন। তিনি এমপি বদির চাচা। পৌর নির্বাচনের শুরুতে ৫ প্রার্থী মেয়র মনোনয়ন সংগ্রহ করলেও বাছাইয়ে বাতিল হয়ে যায় সাবেক পৌর প্রশাসক এসএম ফারুক বাবুল ও মোঃ হাশেমের মনোনয়ন। পরবর্তীতে স্বতন্ত্র থেকে মনোনয়ন সংগ্রহ করা জামায়াত প্রার্থীসহ দুইজন শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় হাজী মোঃ ইসলাম ছাড়া আর কেউ থাকলোনা।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইসমাঈল প্রথমে পরিবেশ না থাকার অজুহাতে নির্বাচন বর্জনের ঘোষনা দিলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করে নেয় । এছাড়া দুই কাউন্সিলর প্রার্থী ৭ নং ওয়ার্ড থেকে এমপি বদির ভাই মাও. মুজিবুর রহমান ও ৬ নং ওয়ার্ডের সাংবাদিক আব্দুল্লাহ মনির বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হচ্ছেন, মেয়র পদে মোঃ ইসমাঈল ও মোঃ জাহাঙ্গীর আলম। কাউন্সিলর পদে, ১নং ওয়ার্ডে মোঃ আলম, ৩ নং ওয়ার্ডে জাহেদ হোসেন, ৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, মোঃ ইউছুপ ও সোহেল রানা।
সহকারী রিটানিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রত্যাহারের পর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৮জন নারী কাউন্সিলর ৯ টি সাধারন ওয়ার্ডের ৯ টি কাউন্সিলর পদের জন্য ৩২ নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় থাকলো। ১০ মে মঙ্গলবার প্রতিদ্বন্ধি কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারনা শুরু হবে।