টেকনাফ পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এবং বিএনপির প্রার্থী হিসেবে মো. জাবেদকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত সোমবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করে দলটি। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টেকনাফ পৌরসভা নির্বাচনে হাজী মোহাম্মদ ইসলামের নাম জানানো হয়।
অন্যদিকে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির এক মতবিনিময় ও প্রার্থী বাছাইয়ের সভায় দলের দায়িত্বরত কোন যোগ্য প্রার্থী না থাকায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে বিএনপি সমর্থক মো. জাবেদকে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ২৫ মে টেকনাফসহ ওই নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পাওয়ার খবর পেয়ে মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা আগাম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে যার মতো কৌশলে ভোটারদের মন জয় করতে ব্যস্ত। দলীয় ও সামাজিক অনুষ্ঠান বাদ দিচ্ছেন না কোনটিই। প্রতিটি অনুষ্ঠানেই নিয়মিত অংশ নিয়ে চালাছেন গণসংযোগ। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
এ নির্বাচনে সরকারি দলের প্রেস্টিজ ইস্যু এবং বিরোধী দল সমূহের টিকে থাকা নিয়ে শুরু হয়েছে হিসাব নিকাশ। বর্তমানে টেকনাফে চায়ের দোকান থেকে অফিস ও পাবলিক প্রেসে বইছে নির্বাচনের হাওয়া।