টেকনাফ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সাংবাদিক আব্দুল্লাহ মনির দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নিবার্চিত হয়েছেন ।
ওয়ার্ডের অপর তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আবেদন করায় আব্দুল্লাহ মনির বিনা ভোটে কাউন্সিলর নিবার্চিত হলেন । তিনি জাতীয় দৈনিক আমাদের সময়, চট্টগ্রাম মঞ্চ ও দৈনন্দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সাংবাদিক আব্দুল্লাহ মনির, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম ও সোহেল রানাসহ চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম ও সোহেল রানা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় এখন শুধুমাত্র একজন প্রার্থী রয়েছেন আব্দুল্লাহ মনির।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ৯ মে প্রত্যাহারের শেষদিন ছিলো। ওই ওয়ার্ডে আরও কোন প্রার্থী না থাকায় আব্দুল্লাহ মনিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে আর কোন বাধা নেই।