টেকনাফ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২৮ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ৫৩ জন, জেলা নির্বাচন অফিসে ১জন সহ মোট ৫৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ৩টি মহিলা আসনে ৮ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন। টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা স্বয়ং উপস্থিত থেকে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
মেয়র পদে ৫ জন প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত বর্তমান মেয়র হাজী মোঃ ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ হাশেম, মোঃ ইসমাইল, এসএমএ ফারুক বাবুল। তবে বিএনপি থেকে জাবেদ হাসানকে মনোনয়ন দেয়ার পরও মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেননি।
সংরক্ষিত ১নং মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন কুহিনুর আক্তার, সাজেদা আক্তার মুন্নী, ফিরোজা বেগম। সংরক্ষিত ২নং মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজিয়া বেগম, দিলরুবা খানম, শামিমা আক্তার। সংরক্ষিত ৩নং মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন হোসনে আরা বেগম, নাজমা আলম।
সাধারণ ওয়ার্ডগুলোর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে মোঃ ইউনুচ, বাচা মিয়া, শাহ আলম মিয়া, মোঃ আলম, নজির আহমদ কালু, মেহেদী হাসান। সাধারণ ২নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আবু হারেছ, হাফেজ এনামুল হাসান, জকির আলম, ফরিদ আহমদ, শামসুল আলম, মোঃ ফরিদ, নুরুচ্ছামাদ লালু। সাধারণ ৩নং ওয়ার্ডে একরামুল হক, জাহিদ হোসেন, মাওঃ আশ্রফ আলী। সাধারণ ৪নং ওয়ার্ডে আহমদ উল্লাহ, শওকত আলম, মোঃ ইসমাইল, কবির আহমদ, হাসান আহমদ, হোছন আহমদ। সাধারণ ৫নং ওয়ার্ডে মোঃ ইউসুফ, মোঃ আলম, ইউসুফ, জাহাঙ্গীর আলম(কক্সবাজার নির্বাচন অফিসে)। সাধারণ ৬নং ওয়ার্ডে আবদুল্লাহ মনির, সোহেল রানা, মোঃ ইউসুফ, জাহাঙ্গীর আলম। সাধারণ ৭নং ওয়ার্ডে হাজী ইলিয়াছ, মাওঃ মুজিবুর রহমান। সাধারণ ৮নং ওয়ার্ডে মোঃ রফিক, মোঃ ইউনুচ, আবুল আলী, মোঃ ওসমান গণি, মনিরুজ্জামান। সাধারণ ৯নং ওয়ার্ডে মোঃ আমিন, নুরুল বশর, নুরুল আফসার, মোঃ ইউনুচ। বাংলাদেশ নির্বাচন কমিশন ২০ এপ্রিল টেকনাফ পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা করেন। ঘোষিত তফশীল মতে ২৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২ মে মনোনয়নপত্র বাছাই, ৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ মে নির্বাচন অনুষ্টিত হবে।