টেকনাফ বরইতলী সীমান্তে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ১২ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তাঁর নেতৃত্বে টেকনাফ বিওপি চৌাকির একটি টহলদল গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের নাফনদী সংলগ্ন বরইতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার সমূহ বিজিবি ব্যাটালিয়ান সদরে জমা রাখা হবে পরবর্তীতে উর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিযেছেন।