টেকনাফ বাহারছড়ায় বন বিভাগের জমি দখল করে বাড়ি নির্মাণ
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
৩৫৯
বার পড়া হয়েছে
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় বিএনপি নেতা কর্তৃক বন বিভাগের জমি দখল করে বাড়ি ও দোকান নির্মাণ অব্যাহত রয়েছে। এতে সরকারী সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার সংবাদটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েনি বললে চলে।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপকুলীয় বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে বিএনপি নেতা (সদ্য আওয়ামীলীগ নেতা পরিচয় দানকারী) জহির উদ্দিনের (৬০) নেতৃত্বে এলাকার ৬/৭ জন দুস্কৃতিকারী হোসাইনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ১নং খাস খতিয়ানের বনবিভাগের জায়গা দখল করে রোহিঙ্গাদের বসতি স্থাপনের জন্য রাতারাতি ৭টি আলাদা আলাদা বাড়িও দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছে। এনিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কিছু অসাধু কর্মকর্তার আর্শিবাদে দখলে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দখলকৃত বাড়ি ও দোকানের ছাদ ঢালাইর প্রক্রিয়া চলছে। এদিকে জহির উদ্দিনের অবৈধ জবর দখলের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ সরকারী জমি বেদখলের ঘটনা টেকনাফ উপজেলার সর্বস্থরের মানুষের মাঝে জানাজানি হয়ে গেলেও বনবিভাগ কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই বললেই চলে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, যাদের হাতে রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই আজ মোটা অংকের টাকার বিনিময়ে সরকারী সম্পত্তি দুস্কৃতিকারীদের হাতে বেহাত করে দিচ্ছে। সে সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী হাতে নিবে বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে টেকনাফ বাহারছড়া মাথা ভাঙ্গা বিট কর্মকর্তা জসিম উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করলে জমি জোর জবর দখলের বিষয়টি সম্পর্কে আমি অবগত নন বলে জানান।