টেকনাফ মহেষখালীয়া পাড়া গুচ্ছগ্রামের স্কুল ঘর ১৭ বছর পর দখল মুক্ত
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
২১৫
বার পড়া হয়েছে
সতেরো বছর পর অবৈধ দখল মুক্ত করা হলো টেকনাফ মহেষখালীয়া পাড়া গুচ্ছগ্রামের স্কুল ঘরটি। ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্কুল ঘরটি অবৈধ দখল মুক্ত করা হয়। এসময় টেকনাফ থানার উপ–পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ, কানুনগো মোঃ মুসা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জবক্ষার সহ পুলিশ ও ভূমি অফিসের কর্মীরা এ অভিযানে অংশ নেন। জানা যায়, ১৯৮৮ সালে গুচ্ছ গ্রামটি প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে কেয়ারটেকারের দায়িত্বে ছিল গুচ্ছ গ্রামের বাসিন্দা মোঃ ইসমাঈল নামে এক ব্যক্তি। পরবর্তীতে ১৯৯৭ সালের দিকে ঘুর্নিঝড়ে গুচ্ছগ্রামটি ক্ষতিগ্রস্থ হলে স্কুল ঘরটি দখল করে ইসমাঈলের পরিবার। পরবর্তীতে তার মৃত্যুর পর পুত্র শামসুল আলম, সফুর আলম, গফুর আলম, ফরিদ আলম, শামসুন্নাহার ও বেলুজা খাতুন সেটি দখল করে রাখে। এভাবে বিগত প্রায় সতেরো বছর যাবৎ স্কুল ঘরটি অবৈধভাবে দখলে থাকায় গুচ্ছগ্রামের শিশুরা নিজস্ব স্কুল ঘরে পড়ালেখার সুযোগ বঞ্চিত হয়ে আসছিল। অবশেষে স্কুল ঘরটি দখল মুক্ত হওয়ায় এখানকার বাসিন্দাদের মুখে হাসি ফুটেছে। গুচ্ছগ্রাম কমিটির সভাপতি মোঃ আয়ুব জানান, গুচ্ছগ্রামে দুটি প্রি–প্রাইমারী স্কুল রয়েছে কিন্তু স্কুল গুলো চালানোর জন্য স্থান ছিল না। ফলে আমরা গতবছর উপজেলা সহকারী কমিশনার বরাবরে স্কুল ঘরটি দখল মুক্ত করতে আবেদন করি। পরবর্তীতে সহকারী কমিশনারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হলো। তবে স্থানীয় ক্ষতিপয় প্রভাবশালী ব্যক্তি পুনরায় স্কুলটি দখল করে ফেলবে বলে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে তিনি জানান।