টেকনাফ মডেল থানা পুলিশ সদর ইউনিয়নের ইয়াবা গ্রাম নামে খ্যাত মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০লক্ষ টাকার ইয়াবা বড়িসহ নারী-পুরুষসহ ২জনকে আটক করেছে। সুত্র জানায়-৩০ জানুয়ারী দুপুর আড়াইটার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতাউর রহমানের নেতৃত্বে এএসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পাড়া এলাকায় মৃত সৈয়দুর রহমানের পুত্র মোঃ আনোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নীচে লুকানো ইয়াবার প্যাকেট উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গননা করে ৫ টি বড় পুটলায় ১০ হাজার পিচ পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ দিল মোহাম্মদের পুত্র মো: শাহ প্রকাশ ইউনুছ (৪০) ও মৃত ছৈয়দুর রহমানের স্ত্রী ধলু বিবি (৫০) কে আটক করে। বাড়ির মালিক মো: আনোয়ার ঘটনাস্থলে না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার।