টেকনাফ শাহপরীর দ্বীপে একটি বাড়ি থেকে ফারভিন আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মোক্তার আহমদের মেয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী মকবুল আহম্মদ প্রকাশ মগুর ছেলে মো. রফিকের সাথে ফারভিন আক্তারের প্রেমের সর্ম্পক ছিল। সেটি ফারভিন আক্তারের পরিবার জানতে পেরে গত ১৫ দিন আগে দূর সর্ম্পকের চাচা শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে হেফজু রহমানের বাড়িতে সরিয়ে রাখলে গতকাল শুক্রবার বিকালে হেফজু রহমানের ঘরের ভিতরে একটি কক্ষে সিলিং এর গাছে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগান। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতকালে সে মারা যান।
স্থানীয় মেম্বার আবদুস সালাম থানায় খবর দিলে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরুতহাল তৈরী করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টেকনাফ মডেল এসআই মুফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমূত্যু মামলা রুজু করে লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।