টেকনাফ উপজেলা সদর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী মোক্তার আহম্মদ। তবে বিএনপি’র প্রার্থী হলেও প্রতীক হিসাবে পাচ্ছে না ধানের শীষ। ওই ইউনিয়নে ধানের শীষ থেকে বিএনপি মনোনিত করছিল জিয়ার রহমান জিহাদ নামে একজনকে, বাছায় পর্বে বয়সের কারণে ঝড়ে গেলে অবশেষে বিএনপির হাল ধরতে হয়েছে অরেক বিএনপি নেতা ব্যবসায়ী মোক্তার আহম্মদকে। এনিয়ে তার নির্বাচনীয় এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপির) পরিবারের জনপ্রিয় ব্যক্তি হিসেবে তার পরিচিত রয়েছে। টেকনাফ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ব্যবসায়ী মোক্তার আহম্মদ গত কয়েক দিন ধরে তার নির্বাচনী এলাকা রাজারছড়া, হাবিরছড়া,মিঠাপানিরছড়া, হাতিয়ারঘোনা, দরগারছড়া,লম্বরী, লেংগুবিল, গোদারবিল, মহেশখালীয়াপাড়া, পর্যটনবাজার, বটতলীবাজার, জাহলিয়ারপাড়া, নাজিরপাড়া, মৌলভীবাজারসহ টেকনাফ সদরের সকল ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়েছে। ওই সময় সুবিধা বঞ্চিত,গরিব-মেহনতিসহ এলাকার গণমান্য ব্যক্তিদের সাথে কৌশল ও মতবিনিময় করছেন নিয়মিত। ব্যবসায়ী মোক্তার আহম্মদ বিএনপি ঘরনার নির্যাতি নেতা। বিএনপির দুঃসময়ে মাঠে ময়দানে তাকে পাওয়া গিয়েছিল বলে দাবী করেছে এলাকার মানুষ। ওই এলাকায় আরো কয়েক জন চেয়ারম্যান প্রার্থীর থাকলেও চেয়ারম্যান প্রার্থী মোক্তারের নাম প্রচার-প্রচারেনায় সবার চেয়ে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে তার নাম দলীয় মহলে জেলা নেতৃবৃন্দের কাছে গুড বুক রয়েছে বলেও দলীয় সূত্রে শুনা যাচ্ছে। জেলা বিএনপিও তার পক্ষে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী মোক্তার আহাম্মদ জানান, তিনি নির্বাচিত হলে মাদকসহ এলাকার অপরাধি চক্রের বিরুদ্ধে সবসময় সোচ্চার ও এলাকায় সড়ক যোগাযোগসহ টেকনাফ সদর ইউনিয়নকে সেরা মডেল ইউনিয়নে রূপান্তর করতে জোরালো ভূমিকা থাকবে। সবসময় সাধারণ মানুষের কাতারে থাকবেন। এছাড়া তিনি আরো জানান, এলাকার সাধারণ ভোটরা তাদের ভোটাধিকার সুষ্ঠ ভাবে প্রয়োগ করতে পারলে তিনি বিপুল ভোটে জয় হবেন। এতে তিনি প্রশাসনের জোরালো সহযোগিতা কামনা করেন।