টেকনাফ সাবরাং এর আব্দুল গফুর হত্যা মামলার আসামী মক্ষিরাণী খ্যাত আনোয়ারা বেগম(৪০)কে আটক করেছে পুলিশ। আটক নারী, সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়ায় বসবাসকারী শাহপরীরদ্বীপ মাঝর পাড়া এলাকার মৃত আমির আহাম্মদের স্ত্রী বলে জানায়।
গত বুধবার রাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্ক (এসআই) গোপরানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়া থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদে উখিয়া মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।েআটকের পর আনোয়ারাকে টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়েছে। তাকে গত বৃহস্পতিবার কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে। এ সময় জিঙ্জাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
জানাযায়,টেকনাফ সাবরাং পেন্ডলপাড়া এলাকায় বসবাসকারী আনোয়ারা বেগমের বাড়ীতে মাদকদ্রব্য বিক্রি করা হত। গত বছরের ২৫ অক্টোবর রাতে আচার বনিয়া এলাকার কবির আহাম্মদসহ কয়েকজনকে ওই মহিলার বাড়ী না যেতে পেন্ডলপাড়ার আব্দুল গফুর বাঁধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে বসে। পরে আব্দুল গফুর পাশ্বের দিল মোহাম্মদের বাগান বাড়ীর দিকে গেলে কবির আহাম্মদসহ অন্যরা দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। এ সময় প্বাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে কক্সবাজার এবং চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ৬ নভেম্বর চট্রগ্রামে চিকিসাধীন অবস্থায় আব্দুল গফুরের মৃত্যু হয়। এ ঘটনায় ৮ নভেম্বর নিহত আব্দুল গফুরের স্ত্রী বেগম বাহার বাদী হয়ে কবির আহাম্মদকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলার দুই নং আসামী আটক আনোয়ারা বেগম।
এলাকাবাসী জানান, আনোয়ারা বেগম এলাকায় মক্ষিরাণী হিসাবে পরিচিত ছিল। সে বেশ দাপটের সাথে মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ করার মত সাহজ কারো ছিলনা। সে এর আগেও লোকজনকে হত্যা করেছে। তবে চিহ্নিত ওই মহিলাকে আটক করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে নিহতের পরিবার জানায়, আব্দুল গফুর হত্যাকারীদের অতি সত্তর আইনের আওতায় এনে ফাঁসির দাবী করছেন।