টেকনাফ সীমান্তে ১৯ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৮৫৯ টাকা মূল্যের ইয়াবা, মাদকদ্রব্য ও চোরাই পন্য উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। এতে ১২২ মামলায় ২৬ জন আটক ও ১ জনকে পলাতক আসামী করা হয়েছে।
২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন সুত্র জানায়, গত ফেব্রুয়ারী মাসে ৫ লাখ ৯০ হাজার ৮১৮ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় ৩৩ মামলায় ২১ জন আটক এবং ১ জন পলাতক রয়েছে। যার মূল্য ১৭ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৫শ টাকা । এরমধ্যে মালিকসহ ৬০ হাজার ৭৭৭ পিস ও মালিক বিহীন ৫ লাখ ৩০ হাজার ৩৮ পিস ইয়াবা রয়েছে।
এছাড়া সীমান্তে ৪০ লাখ ৭৯ হাজার ৩শ টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধারের ঘটনায় ৩৫ মামলায় ৩ জনকে আটক করা হয়। এতে ৭ হাজার ৩২৪ ক্যান বিয়ার, ১ হাজার ৪৩২ বোতল বিভিন্ন প্রকার মদ, ১৯০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা, ১১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানায়। অপরদিকে ৯৬ লাখ ৫৪ হাজার ৫৯ টাকার বিভিন্ন প্রকার চোরাইপণ্য উদ্ধারের ঘটনায় ৫৪ মামলায় ২ জনকে আটক করা হয়।
অন্যদিকে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকালে ৭৭ পুরুষ, ৩৩ নারী ও ২১ শিশুসহ ১৩১ জনকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানায়।
এদিকে সীমান্তে মাদক, মানব পাচার ও চোরাই পন্য আগের তুলনায় কমে এসেছে এবং মাদক, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার রোধে বিজিবি সর্বদা সর্তক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ জানান।