টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে অতিরিক্ত যাত্রী বহন
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
৪১০
বার পড়া হয়েছে
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের পর্যটকবাহী জাহাজগুলো প্রশাসনের বিধি-নিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, বে ক্রুজ, এলসিটি কাজল, এলসিটি কুতুবদিয়া জাহাজগুলি যাত্রী নিয়ে নিয়মিত সেন্টমার্টিনের দিকে যাওয়া-আসা করছে। তার মধ্যে এলসিটি কুতুবদিয়া, বে-ক্রুজ জাহাজ প্রশাসনের চোখকে ফাকি দিয়ে সবচেয়ে বেশী পরিমাণ যাত্রী নিয়ে নিয়মিত আসা-যাওয়া করছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।
প্রতিদিন জাহাজগুলোতে করে পর্যটকদের স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন দেখার জন্য হাজার হাজার পর্যটক অনেক দুর থেকে এসে সেন্টমার্টিনে যাচ্ছেন। তাঁরা একমাত্র আগ্রহের টানে দীর্ঘদিনের অভিলাষ পুরণের উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয় করে ছুটে যাচ্ছে স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিনে।
এলসিটি কুতুবদিয়ার কয়েকজন পর্যটক জানিয়েছেন,এই জাহাজটি তাদের অনুমতির চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাচ্ছে। তারা আরও বলেন, আমরা এই ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি। এলসিটি কুতুবদিয়া জাহাজের ইনচার্জ আজিজ কুতুবের সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তাদের আর একজন সহকারী ইনচার্জের সাথে ১ ফেব্রæয়ারী যোগাযোগ করা হলে বলেন, যাত্রী কতজন আমি জানিনা। আর আমাদের বিরুদ্ধে লিখলে কিছুই হবেনা। আমাদের বিরুদ্ধে যা ইচ্ছে আপনারা লিখতে পারেন।
সচেতন মহলের মতে ইউএনওসহ সকলের তদারকির মাধ্যমে অতিরিক্ত যাত্রী নেওয়া কমানো সম্ভব। ফলে এই মুহুর্তে তদারকি জু“রী। অতিরিক্ত যাত্রীর ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কোন সুযোগ নেই। তাদের যার যত জন নেওয়ার পারমিট আছে সেই পরিমাণ যাত্রী নিয়েই সেন্টমার্টিন যেতে হবে। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ইতিমধ্যে একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।