সার্ভার বিপর্যয় কেটে উঠে শনিবার ২৩ জানুয়ারী সকাল থেকে টেকনাফ স্থল বন্দরে আমদানী কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। একদিনে মিয়ানমার আমদানীকৃত পণ্য থেকে ১ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন স্থল বন্দর শুল্ক কর্মকর্তা নূ-চু-প্রু মার্মা। গত কয়েকদিন ধরে স্থল বন্দরে আমদানী কার্যক্রম বন্ধ থাকায় সরকার প্রায় ২ কোটি টাকার মত রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
জানাযায়, দেশে স্থল বন্দরের সার্ভার সমস্যার কারনে গত ১৮ জানুয়ারী থেকে আমদানী সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকে। এর ফলে মিয়ানমার থেকে আসা কোটি কোটি টাকার পন্য আটকা পড়ে ক্ষতির সম্মূখিন হয় ব্যবসায়ীরা। সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং বন্দর কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
এদিকে সার্ভার সমস্যা কেটে যাওয়ায় শনিবার ৪০টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। ফলে বন্দরের পণ্যের লোড-আনলোড পুরোদমে চালু হয়। শনিবার আমদানীকৃত পণ্যের রাজস্ব প্রদান করে টেকনাফ স্থল বন্দর থেকে ৪০টি ট্রাক দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায় বলে জানা গেছে।