এপ্রিল মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি কম হওয়ায় রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৫৯ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৮২৪ টাকা কম।
শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল মাসে ১৫৮টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ১৭৬ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ কোটি ৫০ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৮২৪ টাকা কম।
অপরদিকে, ৩৬টি বিল অব এক্সর্পোটের মাধ্যমে মিয়ানমারে ২ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৩৫৬ টাকার মালামাল রফতানি হয়েছে। তবে অন্যান্য মাসের তুলনায় এ মাসে রফতানিও কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা নু-চ-প্রু মার্মা জানান, এপ্রিল মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি কম হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে। মিয়ানমারে দেশীয় পণ্য রফতানির তারতম্যও অন্য মাসের তুলনায় কম।
টেকনাফ স্থলবন্দরের স্থানীয় ব্যবসায়ীরা জানান,সীমান্ত বাণিজ্যকে আরও গতিশীল করতে বন্দরে বড় জাহাজ ভিড়ানোসহ আমদানি-রফতানি বৃদ্ধিতে সরকার এবং সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান করেছেন।