ট্যুরিষ্ট পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, যুবকের কারাদন্ড
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
৪৬৯
বার পড়া হয়েছে
ট্যুরিষ্ট পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে রাশেদুল ইসলাম রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল ৩ টার দিকে শহরের কলাতলীস্থ সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে টুরিষ্ট পুলিশ। রাসেল শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের ছেলে।
সহকারী পুলিশ সুপার (টুরিষ্ট পুলিশ) হোসাইন মু. রায়হান কাজেমী জানান, রাসেল দীর্ঘদিন ধরে সুগন্ধা পয়েন্টেস্থ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলছিল ট্যুরিষ্ট পুলিশ পরিচয় দিয়ে। তার এই অপকর্মে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল টুরিষ্ট পুলিশের। আর হয়রানির শিকার হচ্ছিল ব্যবসায়ীরা।
রায়হান বলেন, আটক রাসেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সৈকত এলাকায় কোন প্রতারকের রেহায় নেই।