ফুটবল অন্ত:প্রাণ ক্রীড়া সংগঠকদের সরব উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে এ ভোট গ্রহণ চলে। এতে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ফজলুল করিম সাঈদী, শাহজাহান আনচারী, শাহীন-ফরহাদ প্যানেল প্রতিদ্বন্দ্বী জাহেদ-গিয়াস প্যানেলকে হারিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ৩৩ ভোট ও ১৩টি পদের এই নির্বাচনে মার্যাদাকর সভাপতি পদে বর্তমান সভাপতি এম. জাহেদ উল্লাহ মাত্র এক ভোটের ব্যবধানে ফজলুল করিম সাঈদীর কাছে হেরে গেছেন। বিজয়ী সাঈদী পেয়েছেন ১৭ ভোট, আর জাহেদ পেয়েছেন ১৬ ভোট। অন্যদিকে সহ-সভাপতির দু’টি পদে শাহজাহান আনচারী ২১ ও আবদুল্লাহ আল মামুন শাহীন ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ফরহাদুজ্জামান ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আবুল কাশেমের প্রাপ্ত ভোট সংখ্যা ১৫। অন্যদিকে ৯টি সদস্য পদের নির্বাচনে প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে বিজয়ীরা হলেন, খালেদা জেসমিন, ওমর ফারুক, সুবীর বড়–য়া ভুলু, ছিদ্দিক আহমদ, এ.এম.এম শাহজাহান, নাছির উদ্দিন, শফিউল আলম, এ.এম.এম আলমগীর হোসাইন, নুরুল আবছার।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, বিশিষ্ট ফুটবল রেফারী হাবিব উল্লাহ চৌধুরী।
অভিনন্দন
এদিকে বাফুফে’র অধীনস্থ সংস্থা কক্সবাজার ডিএফএ’র নির্বাচনে বিজয়ী ফজলুল করিম সাঈদী, শাহজাহান আনচারী, শাহীন, ফরহাদুজ্জামান প্যানেলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও ফুটবল কমিটির চেয়ারম্যান বাদল রায়, জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতি, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির কর্মকর্তাবৃন্দ। পৃথক বিবৃতিতে তারা আশা প্রকাশ করে বলেন নবগঠিত কমিটির নেতৃত্বে কক্সবাজারে বিরাজমান ফুটবল আরও গতি পাবে। ঐক্যবদ্ধ প্রয়াসে সৃষ্টি হবে জাতীয় মানের কোয়ালিটি ফুটবলার।