৯ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হতে যাচ্ছে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের ক্লাশ। ৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ক্লাশ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শিউলী ভৌমিক এবং মো. জাকির হোসেনের তত্ত্বাবধায়নে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট নামক প্রোগ্রামটি পরিচালিত হবে। ৯ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে যথারীতি ক্লাশে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।