গুলশানের ঘটনার পর আজ জাপানের রাষ্ট্রদূতের শোকপ্রকাশ
ডেইলি কক্সবাজার ডেস্ক :
ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গী হামলা নিয়ে ফোনে কথা বলেছেন ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা।
শুক্রবার রাতের ওই ঘটনায় ৯ জন ইতালিয়ান ও ৭ জন জাপানিসহ ২০ জন নিহত হন।
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পাওলো গেনটিলোনি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘটনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনার ব্যাপারে দু’দেশের কূটনৈতিক ও গোয়েন্দা কার্যক্রম সমন্বয় করার ব্যাপারেই কথা হয় দুই মন্ত্রীর মধ্যে।
বলা হয়, দুই মন্ত্রীই জি-৭ দেশগুলোর তথ্য বিনিময়ের ক্ষেত্রে যে অভিন্ন অঙ্গীকার রয়েছে – তার ওপর গুরুত্ব আরোপ করেন।