ফিটনেসবিহীন বাস সরিয়ে ঢাকায় আধুনিক সুবিধা-সংবলিত চার হাজার ইলেকট্রিক বাস সরবরাহের প্রস্তাব দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাকক্ষে চীনের অল চায়না ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের (এসিএফআইসি) যৌথ উদ্যোগে আয়োজিত ব্যবসায়িক বৈঠকে এ প্রস্তাব দেয় চায়না সাংহাই টেকনোলজি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মি. হুয়া লি বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটি বাস দেব। এতে ঢাকার সড়কে সুবিধা হলে চার হাজার বাস প্যাকেজ আকারে বাংলাদেশকে দেওয়া হবে।’
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, চায়না প্রতিষ্ঠানটি যে বাসের কথা বলছে, সেটি আধুনিক সুবিধা-সংবলিত। দেশটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বাস সার্ভিস চালুর আগ্রহ দেখিয়েছে।
প্রথমবারের মতো চীনা কোনো মন্ত্রী বিনিয়োগের স্থান খুঁজতে বাংলাদেশ সফর করছেন জানিয়ে মাতলুব বলেন, ‘চীনা কোম্পানিগুলো বাংলাদেশে পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, এগ্রো, ফুড প্রসেসিং বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে ডেইরি ফার্মে বড় ধরনের সম্ভাবনা দেখিয়েছেন তারা। এসব বিষয়ে আমরা তাদের দূতাবাসকে জানিয়েছি এবং তারা রাজি যেকোনো সহায়তায়। এ ছাড়া চীনের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কমিটি করা হবে, এ কমিটি প্রতি মাসে সামগ্রিক বিষয় জানাবে।’ চায়না চেম্বারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মি. চুয়ান ঝেঝুর নেতৃত্বে দেশটির একটি বাণিজ্যিক প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. মা মিং চিয়াং, এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদসহ উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন।