ঢাকা সাংবাদিক ই্উনিয়নের (ডিইউজে) ২০১৬ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা), তিনি পান ৬৬৭ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী নির্বাচিত হন ৫৩৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), তিনি পান ৪৪৮ ভোট।
শনিবার রাত ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবে এ ফল ঘোষণা করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এ ঘোষণা দেন। এর আগে দিনভর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী (দৈনিক যুগান্তর, ৭৪৯ ভোট); যুগ্ম সম্পাদক হয়েছেন শাহানা শিউলি (মাছরাঙ্গা টিভি, ৫৫২ ভোট)। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মিঞা (বাংলা ট্রিবিউন, ৪৯৭ ভোট)। প্রচার সম্পাদক পদে আকতার হোসেন (আর টিভি, ৫৯৪ ভোট), জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি (আমাদের অর্থনীতি, ১০৪৯ ভোট), দফতর সম্পাদক মুনিরুজ্জামান উজ্জ্বল (জাগো নিউজ টোয়েন্টিফোরডটকম, ৭১২ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু (দৈনিক কালবেলা, ৯১৮ ভোট), কোষাধ্যক্ষ সেবিকা রানী (দৈনিক ইত্তেফাক, ৬০৭ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যের ৯টি পদে নির্বাচিত হয়েছেন এ এম শাহজাহান মিয়া (ইত্তেফাক, ৬৫১ ভোট), দুলাল খান (গানবাংলা টিভি, ৫৪১ ভোট), মর্তুজা হায়দার লিটন (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম, ৬১৫ ভোট), দেবাশীষ রায় (চ্যানেল আই, ৫৩৩ ভোট), শামিমা আক্তার (একাত্তর টিভি, ৬৯১ ভোট), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (দৈনিক ভোরের পাতা, ৫৭১ ভোট), মঞ্জুশ্রী বিশ্বাস (উইকলি পার্লামেন্ট, ৪৫৩ ভোট), সোহেলি চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন, ৫৪১ ভোট) ও সলিমুল্লাহ সেলিম (বাসস, ৫৯৯ ভোট)।