বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ১৬ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত থাকা, শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি ও ভর্তি পরীক্ষায় প্রক্সি প্রদান।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টর এম আমজাদ সাংবাদিকদের সামনে বহিষ্কৃতদের নামের তালিকা তুলে ধরেন।
.বিভিন্ন হল ও বিভাগে গিয়ে হিজবুত তাহরিরের লিফলেট ও সিডি বিতরণের দায়ে বহিষ্কার করা হয় ৬ জনকে। তারা হলেন, আব্দুল মতিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষাবর্ষ ২০০৮-০৯, নুরে আলম মোহাম্মদ শিহাব ও সাঈদী হাসান সজীব, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগ- ১৭তম ব্যাচ, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তরিকুল ইসলাম- ১৬তম ব্যাচ, নকিব ফারহান ১৮তম ব্যাচ, সূর্যসেন হল, মোহাম্মদ আলমগীর হোসেন ১৮তম ব্যাচ, বঙ্গবন্ধু হল।
ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির দায়ে বহিষ্কৃতরা হলেন, ফরহাদ উদ্দিন তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান বিভাগ, ১ম বর্ষ রোল ১৪ অমর একুশে হল, এস এম ইমরুল পদার্থ বিজ্ঞান বিভাগ অমর একুশে হল, দীন মোহাম্মদ সোহেল প্রাচ্যকলা বিভাগ, শাহনেওয়াজ হোস্টেল।
বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে বহিষ্কৃতরা হলেন, আলী হোসেন জনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ১ম বর্ষ, জহুরুল হক হল, মেহেদী হাসান সুমন, মার্কেটিং বিভাগ, ৩য় বর্ষ সূর্যসেন হল ও রাসেল সোহরাব, ফার্মেসি বিভাগ, ১ম বর্ষ।
যৌন হয়রানির দায়ে বহিষ্কৃতরা হলেন- আবরার নাহিদ, ভূতত্ত্ব বিভাগ, সাদ্দাম হোসাইন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট (অমর একুশে হল), ও রাজীব বাড়ৈ, পালি বিভাগ ৪র্থ বর্ষ জগন্নাথ হল।
এ ছাড়া বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও আপত্তিকর ছবি প্রচার করায় চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের আরফিন হোসাইনকে আজীবন বহিষ্কার করা হয়।